বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে-তে ৪-০ গোলের ব্যবধানে বড় পরাজয়ের পরও বারবাস্ত্রোর ফুটবলার ইসরায়েল গার্সিয়া সন্ধ্যাটাকে স্মরণীয় করে রাখলেন। ম্যাচ শেষে দর্শকদের সামনে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে কঠিন রাতেও আনন্দের মুহূর্ত তৈরি করলেন এই মিডফিল্ডার।
বার্সেলোনা শনিবার রাতে বারবাস্ত্রোর মাঠে একপেশে লড়াইয়ে ৪-০ ব্যবধানে জয় তুলে নেয়। দলের হয়ে গোল করেন এরিক গার্সিয়া ও পাবলো তোরে, আর রবার্ট লেভানডোস্কি জোড়া গোল করেন। বর্তমান চতুর্থ বিভাগের দল বারবাস্ত্রো (সেগুন্দা আরএফইএফ – গ্রুপ ২)-এর বিপক্ষে সহজ জয় নিশ্চিত করে কোপা দেল রের পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে কাতালানরা।