শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

একদিনেই দুদকের ৩ অভিযান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পঠিত হয়েছে
দুদকের অভিযান। ছবি : maxtvbd

দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে রোববার (৫ জানুয়ারি) ৭টি অভিযোগের বিষয়ে ৩টি অভিযান ও ৪টি দপ্তরে পত্র প্রেরণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

অভিযান ০১ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো থেকে প্রকল্পসংশ্লিষ্ট রেকর্ডপত্র, বিশেষজ্ঞ ও অন্যান্য পদে নিয়োগে দুর্নীতি, অবকাঠামো নির্মাণে অনিয়ম, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হয়। অভিযানকালে টিম নামসর্বস্ব এনজিও দিয়ে প্রকল্প পরিচালনা, ভুয়া বিল-ভাউচার দিয়ে প্রকল্প থেকে অর্থ উত্তোলন ইত্যাদি অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে টিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অধিকতর তথ্য সংগ্রহ করে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
একদিনেই দুদকের ৩ অভিযানঅভিযান ০২ : আঞ্চলিক প্রকৌশলী, বাংলাদেশ বেতার, রংপুর আঞ্চলিক কেন্দ্র-এর বিরুদ্ধে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও মনোহারি জিনিসপত্রসহ জ্বালানি তেল ক্রয়ের নামে প্রতিষ্ঠানের প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর কর্তৃক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযোগে উল্লিখিত তথ্যাদি/রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র বিশ্লেষণে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়। পরবর্তীতে রেকর্ডপত্র/তথ্যাদি পূর্ণাঙ্গরূপে যাচাইয়ের আলোকে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর