রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

ত্রিশালে বাসের ধাক্কায় নির্মাণশ্রমিক নিহত

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
ত্রিশালে বাসের ধাক্কায় শেখ ফরিদুল হক (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ছবি : Max tv bd

ময়মনসিংহ ত্রিশালে বাসের ধাক্কায় শেখ ফরিদুল হক (৪৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার মেয়ে সেলিনা আক্তার।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলার কানহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ ফরিদুল হক ত্রিশালের বইলর ইউনিয়নের উজান বইলর এলাকার মরহুম শেখ লেদু মিস্ত্রির ছেলে। আহত সেলিনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।

জানা গেছে, আহত সেলিনা আক্তার একজন গার্মেন্টস কর্মী। তাকে গার্মেন্টেসের গাড়িতে তুলে দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শেখ ফরিদুল হক। অপেক্ষার প্রহর শেষ হওয়ার আগেই শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান ফরিদুল। গুরুতর আহত হন সেলিনা আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। গতিরোধকের দাবিতে তাদের ঘণ্টাব্যাপী আবরোধ চলে। এরপর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান গতিরোধ স্থাপনের আশ্বাস দিলে অবরোধ ছাড়েন এলাকাবাসী।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ Max tv bdকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাস ও বাসচালক সোহেল রানাকে আটক করা হয়েছে। বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর