মায়ের কাছে টাকা চেয়ে পায়নি ছেলে। তাই রাগ করে বিদ্যুতের তারের ওপর শুয়ে পড়লেন। এমন দৃশ্য দেখে অবাক গ্রামের সবাই। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। গ্রামবাসী বুদ্ধি করে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহের সুইচ অফ করে দেয়।
জানা গেছে, ঘটনার সময় মাতাল ছিলেন ওই ব্যক্তি। নেশায় চুর থাকলেও আরও মদ খাওয়ার জন্য মায়ের কাছে টাকা চাইছিলেন কে ভেনকান্না। কিন্তু টাকা দিতে রাজি হয়নি তার মা। এরপরই অভিমান করে বিদ্যুতের খুঁটি বেয়ে তারের ওপর শুয়ে পড়েন তিনি।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ভেনকান্নাকে তার মা নিজের সামাজিক নিরাপত্তা পেনশনের টাকা দিতে অস্বীকার করার পর গেল ৩১ ডিসেম্বর তিনি এই কাণ্ড ঘটান। মূলত নববর্ষ উদযাপনের সময় আরও মদ খাওয়ার জন্য ভেনকান্না তার মায়ের কাছে অর্থ চেয়েছিলেন।