শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

ইঞ্জিনিয়ার রিজুর মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে
শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মৃত্যুবরণ করেন। ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেম্বার (এস্টেট এবং ভূমি), ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৮ বছর এবং তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মির্জা ফখরুল শুক্রবার এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহ যেন মরহুমাকে বেহেশত নসিব করেন সে দোয়া করেন।

এ ছাড়া প্রকৌশলী রিজুর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীনেতারা শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু জানান, শুক্রবার বাদ মাগরিব ঢাকার গুলশান নিকেতন মসজিদে মরহুমার জানাজা শেষে দিনাজপুরের পাঁচকুড়ের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর