বাগেরহাটে ছাত্রদলের নেতা আলী সাদ্দাম দ্বীপের নেতৃত্বে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জয়নাল হোসেন,বাগেরহাট প্রতিনিধি :
সেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রেলিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক এম এ সালাম,জেলা বিএনপির আব্বায় কমিটির সদস্য নাসির আহমেদ মালেক,শাহেদ আলী রবি,জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত,পিসি কলেজের সাবেক জিএস বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন,পৌর যুবদলের সাবেক আব্বায়ক জসিম সরদার,যুবদল নেতা নাসির,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ,সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাহুল,সদস্য সচিব হাবিব,ছাত্রদলের নেতা ফয়সাল রানা সহ বিভিন্ন অঙ্গ অসহযোগ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (০১ জানুয়ারী) বিকালে জেলা শহরে পিসি কলেজ পাঁচ রাস্তার মোড়ের আঞ্চলিক দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদান করে। পরে শহীদ মিনার চত্বরে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের সাবেক সাবেক সভাপতি ইমরান খান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম,আলী সাদ্দাম দ্বীপ,রাহুল, হাবিব ফয়সাল সহ আরো অনেকে।এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচিতে ছাত্রদলের
নেতাকর্মীরা সেচ্ছায় রক্তদান করেন।