স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক প্রচার সেলের সদস্য ফজলুল হক ফজল এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক।
বুধবার (১ জানুয়ারি) বাদ এশা মিরপুর ১১ নম্বর সেকশন বড় মসজিদের সামনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজিত হয়।
এছাড়াও বক্তব্য রাখেন মাহাবুব আলম মন্টু,মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফরিদ হোসেন,সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি,স্বেচ্ছাসেবকদল নেতা এস এম জহিরুল ইসলাম,জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এডভোকেট লিটন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।
বক্তব্য রাখেন, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা বিএনপি সাবেক সহসভাপতি মাহফুজ হোসাইন খান সুমন,পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি,স্বেচ্ছাসেবকদল রুপনগর থানা আহবায়ক কায়সার হামিদ, ছাত্রদল পল্লবী থানার সভাপতি জুয়েল খন্দকার প্রমুখ।