রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

গাজীপুরে ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত হয়েছে
পুরোনো ছবি।

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করেছে মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় দৈনিক Max tv bdকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

তিনি বলেন, বৃহস্পতিবার ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, ইজতেমার দুই পক্ষ শান্তিপূর্ণভাবে থাকবেন। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিত কামনা করেন পুলিশ কমিশনার।

এর আগে গত ১৮ ডিসেম্বর ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। ওই দিন দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ নির্দেশনা দেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা দুইটা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল-সমাবেশ করতে পারবেন না। কোনো ধরনের অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ–জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না।

কোনো প্রকার লাউড স্পিকার বা এ–জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চৈঃস্বরে শব্দ করতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই দিন ডিএমপির পক্ষ থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কামারপাড়া, আবদুল্লাহপুর, উত্তরা–১০ নম্বর সেক্টর ও তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ ও পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য টঙ্গীর ইজতেমা মাঠের দখল নেওয়াকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর