কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার এলাকায় বিএনপির কালাম-আজিম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় বিক্ষুব্ধরা ৪টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সভাস্থল ত্যাগ করেন নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।