শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

ইতিহাস গড়লেন তাসকিন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

মিরপুর স্টেডিয়ামে আজ বল হাতে তাণ্ডব চালিয়েছেন তাসকিন আহমেদ। উইকেট নেওয়ার উৎসবে ছাপিয়ে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত ১০ আসরের সব রেকর্ড। দেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে টাইগার পেসার গড়েছেন নতুন ইতিহাস।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট তুলে নিয়েছেন তাসকিন। ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৯ রান।

উদ্বোধনী ম্যাচে বরিশালের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচে যা করে দেখালেন এক কথায় অবিশ্বাস্য। ঢাকা বিপক্ষে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার। যা বিপিএল ইতিহাসের সেরা বোলিং পারফরম্যান্স।

দুর্বার বোলিংয়ে ঢাকার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা তাসকিন লম্বা সময় ধরেই বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন। জাতীয় দলের হয়ে প্রায় সব উইকেটেই দাপট দেখানো অভিজ্ঞ এই পেসার এবার বিপিএলের রেকর্ড নতুন করে লিখলেন। রেকর্ড চূড়ায় ওঠার পথে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার মোহম্মদ আমিরকে। এতোদিন সেরা বোলিংয়ের রেকর্ড ছিল তার দখলে।

২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নেন আমির। তাসকিনের অবিশ্বাস্য বোলিংয়ে দুইয়ে নেমে যেতে হলো তাকে। বিপিএলের তৃতীয় সেরা বোলিং আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির। সাবেক ডানহাতি এই পেসার বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩.২ ওভারে মাত্র ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

তাসকিনের এই বোলিং ফিগার শুধু বিপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগিয়েছে। কারণ, এই বোলিংয়ে সবমিলিয়ে তৃতীয় স্থানে রয়েছে তাসকিন। সাত উইকেট নেওয়া বাকি দুইজন বোলার হলেন কোলিং অ্যাকারম্যান ও সিরাজুল ইদ্রাস।

৮ উইকেট খরচ করে ৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবার শীর্ষ রয়েছেন মালয়েশিয়ান ক্রিকেটার ইদ্রাস। চীনের বিপক্ষে ২০২৩ সালে এই পারফরম্যান্স করেন তিনি। আর ১৮ রান খরচ করে ৭ উইকেট নেওয়া অ্যাকারম্যান আছেন দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে এই কীর্তি গড়েন তিনি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর