বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। আমরা মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করে ক্ষমতায় যেতে চাই না। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতা যেতে চাই।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলা কৃষক দলের অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভাঙ্গা উপজেলা কৃষক দলের অফিস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাঙ্গা উপজেলার সভাপতি সাইদ মুন্সির সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মুরাদ হোসেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ, পৌর কৃষক দলের সভাপতি আলম মুন্সি, সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সিসহ ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।