শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

টেঁটাবিদ্ধ করে কুকুরকে হত্যা, মরদেহ নিয়ে থানায় কয়েকশ মানুষ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পঠিত হয়েছে
কুকুরের মরদেহ নিয়ে থানায় এলাকাবাসী। ছবি : Max tv bd

নরসিংদীর রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে রতন মিয়া নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক জিহাদ মিয়া।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রায়পুরা পৌরশহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে, সোমবার (৩০ ডিসেম্বর) শতাধিক মানুষ নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করে মালিক জিহাদ।

কুকুরটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় যান এলাকার কয়েকশ মানুষ। এ সময় থানা কমপ্লেক্সেই জিহাদ মিয়াকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইটস কাশ্মীর’ নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে কনটেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব কনটেন্ট কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শক। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়। মঙ্গলবার দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেঁটাবিদ্ধ করে হত্যা করে রতন মিয়াসহ কয়েক।

ঘটনার পর রতন মিয়া এলাকায় না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, কুকুরটিকে মেরে ফেলার ঘটনায় কুকুরের মালিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের জন্য সেটিকে পশু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর