শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

রাজধানীতে শীতার্ত মানুষের পাশে ছাত্রদল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত হয়েছে
শীতার্ত মানুষের পাশে ছাত্রদল। ছবি : Max tv bd

শীতের মৌসুমে ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা গৃহহীন মানুষের। এসব সহায়-সম্বলহীনদের কেউ হালকা বিছানা পেতে, কেউবা বিছানা ছাড়াই শুয়ে পড়েন সড়কে কিংবা ফুটপাতে। রাজধানীতে এমন কিছু ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে গভীর রাতে শীতার্ত মানুষদের কম্বল দেওয়া হয়।

এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আজিমপুর, পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনার ও বকশীবাজার এলাকায় অসহায় এবং গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও ফুটপাতে থাকা ভবঘুরে শীতার্ত মানুষকেও কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে শীতার্ত মানুষরা কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, শীতের তীব্রতা বাড়ছে। ফুটপাতে ছিন্নমূল মানুষরা কষ্টে আছেন। এসব অসহায় মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা কম্বল নিয়ে সবার কাছে ছুটে গেছি। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। অসহায় শীতার্ত মানুষের পাশে থাকতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, বুটেক্সের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কাজলসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর