শীতের মৌসুমে ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা গৃহহীন মানুষের। এসব সহায়-সম্বলহীনদের কেউ হালকা বিছানা পেতে, কেউবা বিছানা ছাড়াই শুয়ে পড়েন সড়কে কিংবা ফুটপাতে। রাজধানীতে এমন কিছু ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে গভীর রাতে শীতার্ত মানুষদের কম্বল দেওয়া হয়।
এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আজিমপুর, পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনার ও বকশীবাজার এলাকায় অসহায় এবং গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও ফুটপাতে থাকা ভবঘুরে শীতার্ত মানুষকেও কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে শীতার্ত মানুষরা কৃতজ্ঞতা জানিয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, বুটেক্সের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কাজলসহ বিভিন্ন ইউনিটের নেতারা।