কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চার রাউন্ড গুলি, একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের ওপর আব্দুল আমিনের অস্থায়ী তাঁবু ঘর থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সবাই টেকনাফ-উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন Max tv bdকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা আব্দুল আমিনের অস্থায়ী এক তাঁবু ঘরে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোককে জড়ো করেছে। এমন তথ্যে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। পরে তাঁবু ঘরের ভেতর থেকে ১৮ পুরুষ, ১১ নারী, ৩৭ শিশুসহ ৬৬ ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় চার রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচসহ মানবপাচারে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।