জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, শুধু স্বৈরাচারী সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাচার করা টাকা আনলে চলবে না, দুর্নীতিবাজদেরও নিয়ে আসতে হবে। এ বাংলার বুকে এনে তাদের বিচারের আওতায় আনতে হবে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা পৌর মার্কেটের সামনে এক জনসভায় এ কথা বলেন।
জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আমির মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জামায়াতের সিরাজগঞ্জ জেলার আমির মাওলানা শাহিনুর আলম, কাজিপুর উপজেলার নায়েবে আমির শাহির ইসলামসহ অন্যান্য নেতারা।