অভিনেত্রী আলিয়া ভাট। ২০২৪ সালটি তার জন্য একেবারই ভালো যায়নি। এ বছর এই নায়িকার মাত্র একটি সিনেমা মুক্তি পায়। সেটিও ব্যর্থ হয় দর্শক টানতে। মুখ থুবড়ে পড়ে বক্স অফিসেও।
ভারতীয় গণমাধ্যম কইমইয়ের তথ্যমতে আলিয়ার ‘জিগরা’ সিনেমাটি নির্মাণে খরচ হয় ৮০ কোটি রুপি। বক্স অফিস থেকে এটি আয় করে মাত্র ৫৫ কোটি রুপি।
সিনেমায় আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যায় ভাইবোনের চরিত্রে। করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও আলিয়া ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় নির্মিত হয় এটি। তবে ২০২৫ সালে এই অভিনেত্রীর একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।