মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত হয়েছে
সিলেটের বিশ্বনাথে আদালতে ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণের একটি চিত্র। ছবি : Max tv bd

সিলেটের বিশ্বনাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট একটি শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাত্রলীগের এসব নেতাকর্মীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে ১৬ জনের জামিন মঞ্জুর ও ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. জমশেদ আলম। তিনি বলেন, দ্রুত বিচারের ১টি মামলায় ছাত্রলীগের ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে ১৬ জনের জামিন মঞ্জুর ও ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে আমরা ৬ ছাত্রলীগের নেতাকর্মীকে সন্ধ্যায় কারাগারে পাঠিয়েছি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)। এ ছাড়া আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মিনহাজ গাজি ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

কারাগারে পাঠানো ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন, আবুল মিয়া ও ইমন আহমদ।

‘গত ১৫ বছর মুসলমান মারলে তার বিচার হতো না’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর