সিলেটের বিশ্বনাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট একটি শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাত্রলীগের এসব নেতাকর্মীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে ১৬ জনের জামিন মঞ্জুর ও ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. জমশেদ আলম। তিনি বলেন, দ্রুত বিচারের ১টি মামলায় ছাত্রলীগের ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে ১৬ জনের জামিন মঞ্জুর ও ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে আমরা ৬ ছাত্রলীগের নেতাকর্মীকে সন্ধ্যায় কারাগারে পাঠিয়েছি।
কারাগারে পাঠানো ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন, আবুল মিয়া ও ইমন আহমদ।