রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করল আকিজ বোর্ড

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত হয়েছে
‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠান। ছবি : Max tv bd

প্রথমবারের মতো বোর্ড ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ সম্মাননা পেল আকিজ বোর্ড। দেশে কাঠের বোর্ড শিল্পের পরিধি বৃদ্ধি পাওয়ায় এ বছরই প্রথম উডেন বোর্ড ক্যাটাগরিতে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। আর প্রথমবারের এ উদ্যোগেই সেরা হওয়ার গৌরব অর্জন করে আকিজ বোর্ড।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর সমন্বয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ শীর্ষক অনুষ্ঠানে বোর্ড ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।

ভিন্ন ভিন্ন শিল্প খাতে নিজেদের একাগ্রতা এবং গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এ সম্মাননায় ভূষিত করতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠানকে এবং ১৫টি ব্র্যান্ডকে সেরা ব্র্যান্ড হিসেবে এ মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।

দেশসেরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত বিচার পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের মতামতের ওপর বিষদ সমীক্ষা পরিচালনা করে এ সম্মাননার জন্য ব্র্যান্ডগুলোকে বাছাই ও পুরস্কৃত করা হয়। যার কারণে এ সম্মাননা মার্কেট লিডার হিসেবে আকিজ বোর্ডের অবস্থান আরও মজবুতই হয়েছে এবং সেই সঙ্গে ভবিষ্যতে নিত্য নতুন উদ্ভাবন ও সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করে দিয়েছে।

ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে : গভর্নর

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর