বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রিংকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টি-কে গ্রুপের প্রতিষ্ঠান পুষ্টি। পুরো টুর্নামেন্টে দর্শকদের জন্য ফ্রিতে পানির ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সংম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, মুগ্ধ কর্ণারের মাধ্যমে ফ্রিতে পানি সরবারহ করবে তারা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, স্টেডিয়ামে ৬টি কর্ণার রাখা হবে। যেখানে গ্লাসে করে পানি সরবারহ করবে তারা। প্রতিদিন অন্তত ১০ হাজার দর্শককে বিনামূল্যে পানি সরবারহ করার সামর্থ্য রাখবে বলেও নিশ্চিত করা হয়। অবশ্য চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজনে বুথ সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানায় তারা।