রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত হয়েছে
শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা। ছবি : Max tv bd

চাঁদপুর হাইমচরের স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি’র পক্ষ থেকে ৮০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাটাখালী আলিম মাদ্রাসার মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ আলী গাজীর সভাপতিত্বে সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।

এ সময় উপস্থিত ছিলেন- সমিতির শিক্ষা সম্পাদক লোকমান হোসেন, নির্বাহী সদস্য জসিম উদ্দিন, সাংবাদিক ও সমাজসেবক বিল্লাল হোসেন পাটওয়ারী, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের সাবেক সভাপতি ও সমিতির সদস্য বুলবুল ইসমাইল, স্কুলশিক্ষক নুরে আলম, আজহারুল ইসলাম আশিক, মো. ইমরান হোসেন।

দুই দিনব্যাপী শীতবস্ত্র বিতরণের কর্মসূচির দ্বিতীয় দিনে চরের চেয়ারম্যান বাজার, ঈশানবালা, সাহেবগঞ্জ এবং মহজমপুর লামচরী কাটাখালী পশ্চিম চর কৃষ্ণপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রথম দিনে উপজেলার নয়ানী লক্ষ্মীপুর, বাংলাবাজার, ভিঙ্গলিয়া, কমলাপুর, গন্ডামারা, চরভৈরবী, হাইমচর ডিগ্রি কলেজ এলাকায় অসহায়, দিনমজুর, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর