রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

শূন্য ডিগ্রির নিচে নামবে সৌদির তাপমাত্রা!

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

মরুর দেশ সৌদি আরবে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। সৌদির কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রিরও নিচে নেমে আসতে পারে। কিছু অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়বে সৌদি আরবের উত্তরাঞ্চলে। যার মধ্যে রয়েছে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে। সৌদিতে এরই মধ্যে বেশ শীত পড়েছে।

গালফ নিউজ জানিয়েছে, শনিবার থেকে যে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে এর প্রভাবে তাবুক, আল জউফ এবং হেইলের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে নামার আভাস পাওয়া যাচ্ছে। তবে জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি গত বুধবার জানান, তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামার যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

মরুর দেশ সৌদিতে গ্রীষ্মকালে পরিলক্ষিত হয় অসহনীয় তাপমাত্রা। বিশেষ করে জুন-জুলাই মাসে সূর্যের তাপে ঘর থেকে বের হওয়া যায় না। আর শীতকালে তাপমাত্রা নেমে আসে শূন্যের কোঠায়।

চলতি বছর হজ মৌসুমে দেশটিতে তাপমাত্রা এতই বেশি ছিল যে, মক্কায় হজ করতে গিয়ে ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়। এরই মধ্যে শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

এছাড়া ঠাণ্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ সরকারি গাইডলাইন মেনে চলতে জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএম।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর