শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

শাকিলার নতুন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত হয়েছে
শাকিলার নতুন

সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন। মিউজিক ভিডিওর মডেল হিসেবে পরিচিতি পান এই সুন্দরী। তবে নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। চলতি বছর খুব একটা বেশি কাজ করেননি শাকিলা। বছর শেষে বড় আয়োজনে একটি মিউজিক ভিডিওর শুটিং করলেন। এফডিসিতে সেট ফেলে ‘সখী’ শিরোনামে গানটির ভিডিও ধারণ করা হয়েছে।

মোহাম্মদ আলীর লেখা ও আলভী আল বেরুনীর সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও কর্ণিলা। আর সখী গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা। এ ব্যাপারে শাকিলা পারভীন বলেন, ‘চলতি বছরে বেশি কাজ করা হয়নি। আমার বাবা একটু অসুস্থ। তাকে অনেক সময় দিতে হচ্ছে। তা ছাড়া মাঝে বেশ কয়েক মাস কাজ তো এমনিতেই বন্ধ ছিল। তবে সামছুল হুদা ভাইয়ের কাজের প্রতি আমার আস্থা আছে। তিনি মিউজিক ভিডিও নির্মাণে একজন বিচক্ষণ নির্মাতা। ভীষণ গুছিয়ে কাজ করেন।

পুরো ইউনিট ভীষণ আন্তরিক। সহজভাবে বলতে গেলে, সামছু ভাই ভীষণ আন্তরিকতা নিয়ে শিল্পীদের সঙ্গে ভীষণ বিনয়ী থেকে কাজ আদায় করে নেন। সখী গানটির মিউজিক ভিডিওর গল্প এবং নির্মাণশৈলী আমার কাছে ভালো লেগেছে। গানটিও চমৎকার। আশা করছি, গানটি প্রকাশ পেলে শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’ শাকিলা অভিনীত সর্বশেষ নাটক আলমগীর সাগরের ‘ফকির’ ও মামুন অর রশীদের ‘বউ বদল’। ২০১৮ সালের জুলাই মাসে ইউটিউবে মাহদি সুলতানের গাওয়া ‘তোর মনপাড়ায়’ গানটির মিউজিক ভিডিওর মডেল হয়ে ব্যাপক আলোচনায় আসেন শাকিলা।

এই গানটি এখন পর্যন্ত ১৫ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির কথা ও সুর ছিল জিসান খান শুভর।

শাকিলা এর আগে ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী রনির ‘দিলে মারলি ঝাটকা’ গানের মডেল হয়েছিলেন ইমতু রাতিশের সঙ্গে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর