ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন।
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ Max tv bdকে জানান, আহতদের টোল প্লাজার থাকা লোকজন উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আমরা জানতে পারি, সেখানে নেওয়ার পর ৫ জন মারা যান।