সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

সিঙ্গাপুর মাতাবেন কিশোর পলাশ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত হয়েছে
কণ্ঠশিল্পী কিশোর পলাশ। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী কিশোর পলাশ। তার গানের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানে সমান। যার জন্য নতুন গানের পাশাপাশি বছরজুড়েই ব্যস্ততা থাকে স্টেজশো নিয়ে। এই ধারাবাহিকতায় সিঙ্গাপুরে শো করতে যাচ্ছেন তিনি।

সেখানে আগামী ২৫ এবং ৩১ ডিসেম্বর সিঙ্গাপুরের তেরোসান রিক্রিয়েশন সেন্টার ও তুয়াস রিক্রিয়েশন সেন্টারে শো আছে তার।

সিঙ্গাপুর সফর নিয়ে কিশোর পলাশ Max tv bdকে বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে দেখা হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে বেশ কয়েকটি শো-এর পরিকল্পনা হয়েছে। এর মধ্যে নিশ্চিত হয়েছে তিনটি। আশা করছি ভালো সময় কাটবে প্রবাসীদের সঙ্গে। কারণ তাদের সামনে গান পরিবেশন করতে আমি সবসময়ই আনন্দ পাই।’

‘আমার ভাঙা তরী ছেঁড়া পাল’ শিরোনামের গানটি দিয়ে সংগীতাঙ্গনে দারুণ সাড়া ফেলে দেন কিশোর পলাশ। এরপর বাড়তে থাকে তার স্টেজশোর চাহিদা। এর মাঝেই শ্রোতাদের উপহার ‘মনে লয় ডুবিতাম যমুনায়’, ‘দয়াল ২.০’, ‘জয় গুরু’ ও ‘কলঙ্কি বানাইলারে বন্ধু’র মতো জনপ্রিয় সব গান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর