বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ মৌসুমের খেলা শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। তবে তার আগেই উৎসবের আমেজে ভাসছে পুরো ক্রিকেটপ্রেমী জাতি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত মিউজিক ফেস্টের মাধ্যমে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনী বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমরা এমন একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যা দীর্ঘ লড়াইয়ের ফসল। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি সেক্টরে সংস্কার চলছে। বিপিএলকেও আধুনিক এবং দর্শকপ্রিয় করার লক্ষ্যে নতুনভাবে সাজানো হয়েছে।’
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আজ মিউজিক ফেস্টের মাধ্যমে আমাদের বিপিএলের উৎসব শুরু হলো। এবারের আসরকে আকর্ষণীয় করতে আমরা অনেক কিছু করেছি। থিম সং ও গ্রাফিতি উন্মোচনসহ নানা আয়োজন করেছি। আশা করি, প্রতিটি দল সেরা পারফরম্যান্স দিয়ে দর্শকদের মনোরঞ্জন করবে।’
৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের এই মৌসুম নিয়ে দর্শকদের প্রত্যাশা যেমন তুঙ্গে, তেমনি আয়োজকদেরও লক্ষ্য এটি সফলভাবে উপহার দেওয়ার। নতুন উদ্যোগ ও আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে এবারের বিপিএল নতুন উচ্চতায় পৌঁছাবে, এমনটাই আশা সবার।