সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

ইতালি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত হয়েছে
ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি : Max tv bd

ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস এই সতর্কবার্তা জারি করেন ।

দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বেশকিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিভিন্ন সার্টিফিকেট ও দূতাবাসের সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের বিষয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

এসব প্ল্যাটফর্মে প্রতারণামূলক চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আর্থিক লেনদেনের ফাঁদ পেতে সাধারণ প্রবাসীদের কাছে থেকে অর্থ আত্মসাৎ করছে একদল অসাধু মহল ।

বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কোনো ধরনের যোগসাজশ বা সংশ্লিষ্টতা নেই, এদের থেকে প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর