ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার পাটগাঁও গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিমু আক্তার পাটগাঁও গ্রামের আবুল হোসেনের মেয়ে।
তিনি আরও বলেন, ইয়াবাসহ মাদককারবারি শিমু আক্তারের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।