শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

মোশাররফ-নাদিয়াকে নিয়ে রনির ‘উত্তরাধিকার’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পঠিত হয়েছে
মোশাররফ-নাদিয়াকে নিয়ে রনির ‘উত্তরাধিকার’

নতুন বছরের নাটকের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় নির্মাণ সম্পন্ন হয়েছে নাটক ‘উত্তরাধিকার’। এটি পরিচালনা করেছেন মেহেদি রনি। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া।

এটি একটি পারিবারিক গল্পে নির্মিত নাটক। গল্পে দেখা যাবে জালাল শেখের চরিত্রে অভিনয় করা পঙ্কজ মজুমদারকে। যিনি পেশায় একজন ব্যবসায়ী। জীবনের শেষ ভাগে এসে তিনি বুঝতে পারেন, তার অর্জিত সম্পত্তি তাকে জীবনে কোনো শান্তি দিতে পারেনি। তার দুই সন্তান ‘আলাল শেখ’ চরিত্রে সালাহউদ্দিন লাভলু ও ‘দুলাল শেখ’ চরিত্রে মোশাররফ করিম, যারা লোভী অকৃতজ্ঞ। তাই তাদের বাবা একসময় সিদ্ধান্ত নেন যে, মৃত্যুর আগে সম্পত্তির বড় একটি অংশ এতিমখানায় দান করে দেবেন, তাই করেন। এরপর জালাল সাহেব মারা গেলে তার সম্পদ ভাগাভাগি নিয়ে বাধে বিপত্তি। এরপর সন্তানরা জানতে পারে তার বাবা আগেই তাদের সম্পত্তির বড় একটি অংশ দান করে গেছেন। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।

নাটকটি নিয়ে নির্মাতা মেহেদি রনি Max tv bdকে বলেন, ‘কাজটি আমরা সবাই খুব যত্নসহকারে করেছি। আর সালাহউদ্দিন লাভলু, মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া—তিনজনই দুর্দান্ত অভিনয়শিল্পী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। এটি একটি পারিবারিক ড্রামা, যা দর্শক নাটকটি প্রচার হলেই দেখতে পাবে। এমন গল্পে এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবার ভালো লাগবে। আর নাটকটি নতুন বছর প্রচার হবে।’ ‘উত্তরাধিকার’ নাটকটি আগামী বছর বিন্দু ভীষণ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর