রাজধানীর গুলশান থেকে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশান-১ এর ২৩নং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম সেন্টু মিয়া (৪৮)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গুলশান থানা সূত্র আরও জানায়, স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য অস্ত্রসহ ঘটনাস্থলে যায় সেন্টু মিয়া। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।