সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

আজ বিছানা না গোছানোর দিন!

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত হয়েছে
প্রতীকী ছবি।

ঘুম থেকে উঠে বিছানো গোছানো অনেক অলসতার একটি কাজ। ঠিক এই কাজটি নিয়মিত করে না এমন লোকের সংখ্যা অনেক। এজন্য তাদের কথা কিন্তু কম শুনতে হয় না। এরপরও শুধু অলসতার কারণে বিছানা গোছান না তারা।

মূলত বিছানা গোছানোর কোনোরকম আগ্রহ তাদের মধ্যে কাজ করে না, কারণ গুছিয়ে লাভ কী! রাতে তো আবার এখানেই ঘুমাতে হবে। সারা দিনের পর বাড়ি ফিরে সকালের ‘বাসি বিছানা’তেই তারা গা এলিয়ে দেন।

এসব মানুষদের কথা ভেবেই যেন আজকের দিনটিকে প্রবর্তন করা হয়েছে। কারণ, আজ বিছানা না গোছানোর দিন! অবাক হচ্ছেন? ভাবছেন এটা আবার কেমন দিন।

আরও অবাক হবেন এই দিনটির উদ্যোক্তা পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। শ্যানন বারবা নামের সে শিক্ষার্থী সরাসরি মার্কিন কংগ্রেসের কাছে নিজের আর্জি জানিয়ে এক চিঠি লেখেন।

চিঠিতে শ্যানন লেখেন, ‘মাঝেমধ্যে আমার বিছানা গোছাতে সত্যিই ক্লান্ত লাগে। এমন একটা দিন যদি আমাদের দেশে থাকত যেদিন কাউকে নিজের বিছানা গোছানো নিয়ে ভাবত হতো না, তাহলে কিন্তু বেশ হতো। আপনারা এ নিয়ে একটি বিল পাস করলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকব।’

ছোট শিশুটির আবেদন যে কেউ ফেলতে পারেনি সেটিই বোঝা গেল দিবসটির প্রচলনের মাধ্যমে।

তথ্যসূত্র: ডে’জ অব দ্য ইয়ার

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর