শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

শুভ মুক্তি ঢাকায় ‘প্রিয় মালতী’, কলকাতায় ‘খাদান’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত হয়েছে
খাদান সিনেমায় দেব ও প্রিয় মালতী ‍সিনেমায় মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলা ভাষার সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বছরটি আরও রোমাঞ্চকর করে দিতে আজ ২০ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ ও কলকাতায় দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ঢাকাই ইন্ডাস্ট্রিতে মেহজাবীন চৌধুরী ‘প্রিয় মালতী’ এবং টালিউড সুপারস্টার দেবের ‘খাদান’ মুক্তি পেয়েছে। দুটি সিনেমাই রয়েছে দর্শক চাহিদায়।

এদিকে প্রথম সপ্তাহে মেহজাবীনের ‘প্রিয় মালতী’ পুরো দেশে ২০টি হলে একযোগে মুক্তি পেয়েছে বলে Max tv bdকে সিনেমার একাধিক মাধ্যম নিশ্চিত করেছে। এ ছাড়া এই সিনেমা দিয়ে ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী বড় পর্দার অভিজ্ঞতা পেয়েছেন।

নিজের সিনেমা নিয়ে মেহজাবীন বলেন, ‘আমি এর আগে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি। এর মধ্যে ‘প্রিয় মালতী’ সিনেমার চরিত্রটি অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ কাজটি করতে যেয়ে আমাকে অসম্ভব পরিশ্রম করতে হয়েছে, চরিত্রে নিজেকে প্রমাণ করতে প্রতিনিয়ত নতুনভাবে আমাকে ভাঙতে হয়েছে। এক কথায় এ সিনেমায় অভিনয় করতে যেয়ে আমি নাটক এবং সিনেমায় কাজের ধারার যে বিশাল পরিবর্তন সেটি বুঝতে পেরেছি। তাই এটি মুক্তির পর দর্শকের ভালোবাসার অপেক্ষায় আছি।’ ‘প্রিয় মালতী’ সিনেমাটি দেশে মুক্তির আগে বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্তর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ।

এদিকে ওপার বাংলার ‘খাদান’ সিনেমা প্রথম সপ্তাহে কলকাতায় ৪০টির ওপরে হল পেয়েছে। ভারতের অনলাইন সিনেমা টিকিট প্ল্যাটফর্ম বুকমাই শো থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ সিনেমা দিয়ে অনেকদিন পর স্বরুপে ফিরছেন টলিউড সুপারস্টার দেব। এর আগে ‘খাদানে’-এর পোস্টার, ট্রেলার, গান দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

‘খাদান’ সিনেমায় বাবা ও ছেলের ভূমিকায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব, সঙ্গে আছেন যীশু সেনগুপ্ত এবং ইধিকা পাল। কয়লাখনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। সুজিত দত্ত রিনো পরিচালিত ‘খাদান’ মুক্তি পেয়েছে আজ। সিনেমাটি নিয়ে পুরো টিমই ব্যাপক আশাবাদী।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর