রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি স্বীকার করেছেন, তিনি ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চেয়েছিলেন, যদিও পিএসজিতে থাকাকালীন তিনি লিওনেল মেসির মতো তারকার সঙ্গে খেলেছেন। তবে রোনালদো বর্তমানে আল নাসরে খেলায় সেই সুযোগ পাওয়া এখন বেশ কঠিন।
বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন ‘আমি অনেক তারকার সঙ্গে খেলেছি: লিওনেল মেসি, নেইমার, আঁতোয়ান গ্রিজম্যান, পল পগবা, করিম বেনজেমা। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলাটা দারুণ হতো। যদিও এখন সেটা সম্ভব নয়, তবে আমি তার বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি, যা আমার জন্য বড় প্রাপ্তি।’
জানুয়ারিতে অ্যামাজন প্রাইম স্পোর্টকে এমবাপ্পে বলেন, ‘লিও মেসির সঙ্গে খেলতে পারা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। তার মতো খেলোয়াড়ের সঙ্গে থাকলে নিশ্চিত থাকা যায়, বল ঠিকই পৌঁছাবে। এটা এক ধরনের বিলাসিতা, যা শুধু তিনিই দিতে পারেন। মেসির সঙ্গে খেলা বিশেষ কিছু ছিল।’
এমবাপে বলেন, ‘আরেকজন ক্রিশ্চিয়ানো রোনালদো কখনোই হবে না। তিনি ফুটবলকে বদলে দিয়েছেন, প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, প্রচুর গোল করেছেন এবং অনেক শিরোপা জিতেছেন। তিনি এক অনন্য কিংবদন্তি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি আমার নিজস্ব পথ অনুসরণ করছি। আশা করি, আমিও ফুটবলে নিজের ছাপ রেখে যেতে পারব। তবে আমি রোনালদোর গল্পের পরবর্তী অধ্যায় লিখছি না। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আমরা এখনো যোগাযোগ রাখি, তিনি আমাকে পরামর্শ দেন এবং আমার জীবন সম্পর্কে খোঁজখবর নেন।