সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

চট্টগ্রামে তাহেরির ভক্তদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত হয়েছে
তাহেরির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তার অনুসারীরা। ছবি : Max tv bd

আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তার অনুসারীরা। মামলা প্রত্যাহার করা না হলে সড়কপথ ও রেলপথ বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর মুরাদপুর ১ নম্বর রেলগেটে অবস্থান কর্মসূচি করেন তাহেরির ভক্তরা।

এ সময় তারা বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই সুন্নি বক্তা তাহেরির বিরুদ্ধে মামলা করে সুন্নি সমাজকে উসকে দেওয়া হচ্ছে। অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নত তরুণ ওলামা পরিষদের ব্যানারে গণসমাবেশ হয়। সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেন তারা।

একটি মহল প্রশাসনকে ব্যবহারের চেষ্টা করছে উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, পুলিশ জনতার পক্ষে থাকবে। তারা যেন কারো দ্বারা প্রভাবিত হয়ে ব্যবহার না হয়। মিথ্যা মামলার বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। যদি এভাবে চলতে থাকে আমরা দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু এখনো বৈষম্য দূর হয়নি। আলোচিত বক্তা তাহেরিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ মামলা প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, মুফতি গিয়াস উদ্দিন তাহেরির উসকানিতে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে আখাউড়া নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া বাদী হয়ে গিয়াস উদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর