সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

এবারও গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবে যবিপ্রবি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত হয়েছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)। ছবি : Max tv bd

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, এ বছরও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা চিন্তা করে গুচ্ছতেই থাকছে আমাদের বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ Max tv bdকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে আসে। এটি শিক্ষার্থীদের ভর্তির খরচ ও সময় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। যদিও কিছু চ্যালেঞ্জ আছে, তবে আমরা মনে করি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় সম্ভব। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া সহজ এবং আমাদের পরিবারকেও আর্থিকভাবে কম চাপের মধ্যে রাখতে পারে।

আরেক শিক্ষার্থী মো. হাসান বলেন, গুচ্ছ পরীক্ষায় অর্থ সাশ্রয় হলেও অনেক কিছুই এখনো ঠিকমতো পরিচালিত হচ্ছে না। শিক্ষার মান ও নিজেদের অবস্থান ধরে রাখতে যবিপ্রবির গুচ্ছ থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করি।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষে করোনাকালীন সংকট মোকাবিলা করতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু করে। এরপর থেকে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ সৃষ্টি হলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনো গুচ্ছে থাকার পক্ষে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর