এক দশকের মধ্যে সিরিয়ার উপকূলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপকূলীয় অঞ্চলে এ হামলা চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুদ্ধ পর্যবেক্ষক এ সংস্থাটি জানিয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলে লাতাকিয়া এবং টারতুস শহরের মধ্যে সামরিক ইউনিটের সদর দপ্তর এবং আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র গুদামসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।
এর আগে গত ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরাশাসক বাশার আল আসাদ পালিয়ে যান। এরপর থেকে দেশটিতে নজিরবিহীন হামলা শুরু করেছে ইসরায়েল। আসাদ সরকারের সামরিক ব্যবস্থার মাধ্যমে যাতে বিদ্রোহীরা হুমকির কারণ না হয়ে ওঠে সেজন্য হামলা চালিয়ে আসছে তারা।
ডিপিএ নিউজ এজেন্সি টারতুস শহরে বসবাসকারী একজন সাবেক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে, প্রথমবারের মতো টারতুস শহর ইসরায়েলের ভারী হামলার শিকার হয়েছে। এর ফলে শহরের রাত দিনে পরিণত করেছে। ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা ঘাঁটি ও সামরিক স্থাপনায় এ হামলা চালিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আরেক সেনা কর্মকর্তা জানান, ঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরেও হামলার শব্দ শোনা গিয়েছে। এ সেনাঘাঁটিটি পাহাড়ি এলাকায় অবস্থিত।
শহরের বাসিন্দারা জানান, টারতুসের প্রতিটি প্রান্ত থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এর ফলে পুরো অঞ্চলজুড়ে আতংক ও প্যানিক ছড়িয়ে পড়েছে।