খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশুতোষ চাকমা জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি।
এর আগে বুধবার (১৩ নভেম্বর) বিকেলের দিকে চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।