লঙ্কা টি-টেন লিগে আবারও ফিক্সিংয়ের কালো থাবা। খেলোয়াড়দের ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে গ্রেফতার হলেন গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর। বৃস্পতিবার পাল্লেকেলেতে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। গল মারভেলসের হয়ে চলতি টি-টেন লিগে খেলছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানও। প্রথম ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার ও ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রেম ঠাকুরের বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রস্তাবের অভিযোগ পাওয়া গেছে। সেজন্যই লঙ্কান স্পোর্টস পুলিশের একটি শাখা তাকে গ্রেপ্তার দেখিয়েছে।