ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার বারগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ Max tv bdকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সিলেট থেকে কুমিল্লাগামী একটি ট্রাক বারগুড়িয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাস ও পিকআপভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে হাসপাতাল নেওয়ার পথে মাইক্রোবাসচালক পাভেলও মারা যান।