সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

৭৯ বাংলাদেশিসহ ২ ট্রলার নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত হয়েছে
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া একটি ট্রলার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এফবি মেঘনা ৫ ও এফবি লায়লা ২ নামের ট্রলার দুটিতে মোট ৭৯ জন নাবিক ও জেলে ছিল। এই ঘটনায় ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় ঘটেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে।

এ ঘটনায় ট্রলার দুটির মালিকপক্ষ নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলমের সঙ্গে দেখা করেছেন। এ সময় নাবিকসহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ‘মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সমুদ্রসীমার কাছেই নিয়োজিত ছিল। সেখান থেকে ভারতীয় কোস্টগার্ড নিয়ে যায়। ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ডসহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর