গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা Max tv bd কে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা বাবা-ছেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।