সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

রাজশাহী ওয়াসার সেই ‘ডন’ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত হয়েছে
গ্রেপ্তার সোহেল রানা ডন। ছবি : সংগৃহীত

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহেল রানা ওরফে ডনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৮ ডিসেম্বর) রাতে নগরীর বর্ণালী মোড়ের একটি কোচিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা ডন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন Max tv bdকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, একসময় সোহেল রানা ডন রাজশাহীর সাবেক সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বড় মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণাকে প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে পরে তিনি রাজশাহী ওয়াসায় চাকরি পান। সাবেক মেয়রের স্ত্রী শাহীন আখতার রেনী রাজশাহী ওয়াসার পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন। তিনি সোহেল রানা ডনের মাধ্যমেই পুরো ওয়াসা নিয়ন্ত্রণ করতেন। সরকারি চাকরিতে যোগদানের আগে থেকেই ডন কোচিং ব্যবসায় জড়িত ছিলেন। বর্তমানে ৪টি কোচিং সেন্টার পরিচালনা করেন, যদিও কাগজে-কলমে প্রতিষ্ঠানগুলোর মালিক তার বাবা।

এ ছাড়া ২০১৬ সালে প্রশ্নফাঁসের অভিযোগে সোহেল রানা ডনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। সে সময় তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ও ল্যাপটপে বিভিন্ন প্রশ্নপত্র পাঠানোর আলামত পাওয়া যায়। কয়েক মাস জেলে থাকার পর তিনি প্রভাবশালী মহলের সহযোগিতায় মুক্তি পান এবং চাকরিতেও বহাল হন।

জানা গেছে, সোহেল রানা ডন ওয়াসার প্রকৌশলীর পাশাপাশি সুলতান ডাইনসের রাজশাহী শাখার মালিক। ওয়াসার ঠিকাদারি কাজেরও একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতে। পুরো ওয়াসাই ছিল ডনের হাতের মুঠোয়। অনেক সিনিয়রদের বাদ দিয়ে রাজশাহী ওয়াসার ১০০ কোটি টাকার প্রকল্পের পরিচালকের দায়িত্বও নেন ডন। পুরো প্রকল্পে ব্যাপক লুটপাটের অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ডন। ৫ আগস্ট রাজশাহী নগরীর আলুপট্টিতে আন্দোলনের ওপর হামলাকারী ছাত্রলীগ-যুবলীগের অস্ত্র ও অর্থ জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাজশাহী আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষার্থী রক্তিম ইসলাম রিমন বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। সেই মামলার এজাহারে ৪ নম্বরে সোহেল রানা ডন ও ৫ নম্বরে তার স্ত্রী সায়েরা বানুর নাম রয়েছে।

উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, নগর ডিবি পুলিশের একটি দল সোহেল রানা ডনকে গ্রেপ্তার করেছে। ডন একটি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। এজন্য তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর