উত্তর হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস আর কনকনে শীতের দাপটে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। গত দুইদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। সে কারণেই এ উপজেলায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সকাল ৯ টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় হয়।
এদিকে, তীব্র শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগী। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকরা চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ Max tv bdকে বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। আজ সকাল ৬টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল রোববার রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।