নওগাঁর মান্দা উপজেলায় ঘন কুয়াশায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাহাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল। প্রাইভেট কারটি ঘটনাস্থলে পৌঁছলে নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়া দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পিলারে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।