শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

রেকর্ড গড়া জয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত হয়েছে
রংপুর রাইডার্সের দলীয় ছবি। ছবি : সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে একরকম ছিটকে গিয়েছিল রংপুর রাইডার্স। তবে শেষ মুহূর্তে দুর্দান্তভাবে কামব্যাক করেছে দলটি। গ্রুপ পর্বে পরের দুই ম্যাচ জিতে নাম লেখায় ফাইনালে।

শনিবার (০৭ ডিসেম্বর) গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে জয়লাভে করে রংপুর রাইডার্স।

এদিন গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য আর টেইলরের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স, যা এই টুর্নামেন্টের দলগত সর্বোচ্চ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ বলে খেলেছেন ৮৬ রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার। প্রভিডেন্স স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৭ ওভারের মধ্যে ১ উইকেটে ৬৫ রান তুলে কক্ষপথেও ছিল অস্ট্রেলিয়ার দলটি।

কিন্তু এরপরই শুরু রংপুর রাইডার্সের বোলারদের আক্রমণ। পরের পাঁচ ওভারে তারা তুলে নেয় পাঁচ উইকেট। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভিক্টোরিয়া। ইনিংসের ১৮.১ ওভারে অলআউট হয় ১২২ রানে। ফলে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা। এই জয়ের ফলেই গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি যাচ্ছে রংপুরের ঘরে। এর আগে ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর