সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিয়ের আসরে ডাকাতের গান পরিবেশনা! (ভিডিও)

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত হয়েছে
বিয়ের আসরে ডাকাতের গান পরিবেশনা!

ঘটনাটি বেদনার, তবে মজারও! বিয়ের আসরে সেজে পাশাপাশি বসে আছেন বর-কনে। পুরো বাড়ি সাজানো। দুই পরিবারের স্বজনরাও হাজির। অপেক্ষা শুধু কলেমা পড়ানো কাজীর জন্য।

অথচ কাজীর বদলে দলে-বলে মারণাস্ত্র নিয়ে হাজির ডাকাত নেতা শিবলু। যে দলে রয়েছে আবার প্রকাশ নামের এক গায়ক। ডাকাত নেতার অনুমতি নিয়ে গান ধরেন সহযোদ্ধা প্রকাশ। গেয়ে ওঠেন- তোমার আমার ভালোবাসা বন্ধু লজেনের মতো/ তুমি চুইয়া চুইয়া খাইয়োগো বন্ধু মনে লয় যত/ কামড়াইয়া খাইয়ো না বন্ধু হাভাইত্তার মতো…!

এরপর ঘটতে থাকে নানান রোমাঞ্চকর ঘটনা। একটা সময় বর ভয় পেলেও কনে মঞ্চ থেকে নেমে নাচতে শুরু করেন ডাকাতদের গানের তালে! এমনই এক মজার ও থ্রিলার ঘরানার গানচিত্র নির্মাণ করেছেন ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু। যাতে মূল চরিত্রে অভিনয় করেছেন গাত-অভিনেতা ‘সাদা সাদা কালা কালা’খ্যাত শিবুল। সঙ্গে ছিলেন গায়ক প্রকাশ কুমার বণিক।

৫ ডিসেম্বর রাতে ‘ভালোবাসো যতো মনে লয়’ নামে সিনেমার মতো এই গানচিত্রটি প্রকাশ করেছে গানচিল মিউজিক। প্রকাশের পর থেকে মিলছে শ্রোতা-দর্শকদের কাছ থেকে মুগ্ধ-বার্তা।

গানটির কথা ও সুর করেছেন প্রকাশ কুমার বণিক। সুর-সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইশতি।

গানচিত্রটি প্রসঙ্গে প্রকাশের ভাষ্য এমন, ‘কৃতজ্ঞ গানচিল মিউজিকসহ গানটির সঙ্গে যুক্ত সবার প্রতি। আমি মনে করি, এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। দারুণ সাড়া পাচ্ছি। আরাম পাচ্ছি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর