সদ্য সাবেক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২০ নভেম্বর মাইনুল হাসানকে সরিয়ে নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে আরও ৪ কর্মকর্তার বদলি হয়েছে। শিল্পাঞ্চলের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ সদর দপ্তর, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) অতিরিক্ত কমিশনার, জিএমপির অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনকে সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক এক প্রজ্ঞাপনে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি হয়েছে। সিআইডির ডিআইজি এস এন মো. নজরুল ইসলামকে ডিএমপিতে এবং এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেনকে ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সাবেক ডিএমপি কমিশনার এখন ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে
ইসির সিনিয়র সচিব হলেন আখতার আহমেদ
এছাড়া আরেক প্রজ্ঞাপনে সুপারনিউমারারিতে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ৭ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপিতে উপকিমশনার (ডিসি), টিডিএস এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, বরিশার রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনকে সিআইডির পুলিশ সুপার, ট্যুরিস্ট পুরিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপি ডিসি ও পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে ডিএমপির ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
একইদিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে ২৬ সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এই তালিকায় থাকা ৭ কর্মকর্তার বিষয়ে সম্প্রতি বদলির আদেশ হয়েছিল। তাদের বদলির আদেশ বাতিল করে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।