রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলের একটি চিত্র। ছবি : Max tv bd

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (০৪ ডিসেম্বর) রাতে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামের হারুন অর রশীদ ও একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকার আব্দুল খালেক। তারা দুজনে ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি তাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বীরগঞ্জ পাকা সড়কে ডিজেল চালিত মাহেন্দ্র ট্রাক্টর ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। এ সময় হারুন অর রশীদের মৃত্যু হয়। অপরদিকে আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।

ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার পর ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর