ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (০৪ ডিসেম্বর) রাতে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি তাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বীরগঞ্জ পাকা সড়কে ডিজেল চালিত মাহেন্দ্র ট্রাক্টর ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন।
ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার পর ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।