রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

তারেক রহমানসহ সবাইকে খালাস দেওয়ায় ক্যালিফোর্নিয়া বিএনপির আনন্দ সভা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত হয়েছে
ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : Max tv bd

বহুল আলোচিত ২১শে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ সভা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপি।

সোমবার (০২ ডিসেম্বর) রাতে স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)।

ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারি চপল, অপু সাজ্জাত, আফজাল হোসেন শিকদার, মানিক চৌধুরী, খায়রুজ্জামান মামুন, অধ্যাপক শাহাদাত শাহিন, মাহফুজুর রহমান, মিজানুর রহমান, ফারুক হাওলাদার, লায়েক আহমেদ, রফিকুজ্জামান জুয়েল, লোকমান হোসেন, মহিউদ্দিন বাবর, জন মোহন, কাজী তাহমিনা, সারজিস বিন ইউসুফ, ওয়ালি মহিউদ্দিন সৈকত, মো. শাহরিয়ার হাসান রাহাতসহ প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর