ভারতের কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ এমবিবিএস শিক্ষার্থী নিহত হয়েছে। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই শিক্ষার্থীদের বহন করা গাড়ির সঙ্গে মুখোমুখী সংঘর্ষে গতকাল সোমবার (০২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি
ভয়াবহ সংঘর্ষের ঘটনায় গাড়িটি পুরোপুরি দুমড়ে মুড়চে গেছে। এছাড়া বাসটিরও ক্ষতি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের বের করতে গাড়িটি কেটে ফেলতে হয়েছে।
নিহত ওই পাঁচজন হলেন- মোহাম্মাদ, মুহসীন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকী দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আলাপপুজ্জা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহতরা সবাই বান্দানাম মেডিকেল কলেজে প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, বাসটিতে চারজন যাত্রী ছিল। তারা সামান্য আঘাত পেয়েছেন।
স্থানীয়রা জানিয়েছে, শিক্ষার্থীদের বহন করা গাড়িটি ওভারটেক করতে গেল বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।