রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

নতুন ডিজাইনের টাকায় থাকবে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে নতুন টাকার নোট। নতুন ডিজাইনের এ টাকায় থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। এতে স্থান পাবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দেয়ালচিত্র বা গ্রাফিতি। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকার চূড়ান্ত অনুমোদন করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, প্রাথমিকভাবে ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকার ৪টি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে।

বর্তমানে বাংলাদেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার ১০টি কাগুজে নোট প্রচলন আছে। এর মধ্যে দুই টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। এ ছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা।

অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে ৪টি নোট আবার নকশা করা হবে। পরে অন্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, যা টাকশাল নামে পরিচিত। টাকশালের এক কর্মকর্তা বলেন, ‘এখন শুধু টেন্ডার বাকি। টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না। এই মুহূর্তে আমরা টাকা ছাপা বন্ধ রেখেছি। প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর